মাথাভাঙ্গা মনিটর: নাইজেরিয়ার তিনটি গ্রামে বোকো হারাম জঙ্গিদের পৃথক হামলায় অন্তত ৮০ জন নিহত হয়েছেন। দেশটির বর্নো প্রদেশে এ হামলার ঘটনাগুলো ঘটে বলে গতকাল সোমবার স্থানীয়দের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। খবরে জানানো হয়, শুক্রবার দিনগত রাতে বানু গ্রামে জঙ্গিদের হামলায় অন্তত ৬৮ জন নিহত হয়েছেন। এছাড়া শনিবার ও গত রোববার আরও দু গ্রামে হামলা চালিয়ে অন্তত ১২ জনকে হত্যা করে জঙ্গিরা। এদিকে মধ্য আফ্রিকার দেশ চাদে জঙ্গি গোষ্ঠী বোকো হারামের ১০ সদস্যকে সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে ফায়ারিং স্কোয়াডে গুলি করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। শনিবার দেশটির সরকার এ শাস্তি কার্যকর করে।