জনসংখ্যা রুখতে না পারলে ইসলামী রাষ্ট্র হবে ভারত

 

মাথাভাঙ্গা মনিটর: কথিত জনসংখ্যা জিহাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে না পারলে ভারত দ্রুত ইসলামী রাষ্ট্রে পরিণত হবে বলে মন্তব্য করেছেন বিশ্ব হিন্দু পরিষদের নির্বাহী প্রেসিডেন্ট প্রবীণ তোগাড়িয়া। ভারতের ধর্ম-শুমারি রিপোর্ট উল্লেখ করে বিশ্ব হিন্দু পরিষদ বলেছে, জনসংখ্যা জিহাদের ফলে হিন্দু বিলুপ্ত হতে পারে। এজন্য সারাদেশে দুটি সন্তান আইন বাস্তবায়ন করা উচিত। আরএসএস মুখপত্র অর্গানাইজার এ বিশ্ব হিন্দু পরিষদ নেতা প্রবীণ তোগাড়িয়া বলেন, মুসলমান জনসংখ্যা একতরফাভাবে বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে হিন্দু জনসংখ্যা কমে যাচ্ছে। তিনি বলেন, ১৯৫১ সালে হিন্দু জনসংখ্যার হার ৮৪ শতাংশ থেকে বর্তমানে ৮০ শতাংশের নিচে চলে এসেছে। যদিও মুসলমানদের জনসংখ্যা এ সময়ে ১০ শতাংশ থেকে বেড়ে ১৪ শতাংশের বেশি হয়ে গেছে। বিশ্ব হিন্দু পরিষদের এ নেতা বলেন, এখনই জনসংখ্যা জিহাদের বিরুদ্ধে না দাঁড়ালে ভারত দ্রুত ইসলামী রাষ্ট্রে পরিণত হয়ে যাবে। রাজনৈতিক চাপের পরোয়ানা না করে দু সন্তান আইন কঠোরভাবে প্রয়োগ করা উচিত।