খবর: (ঘুষ নিতে গিয়ে ইবি কর্মচারী হাতেনাতে আটক)
ঘুষ খেয়ো না বাবাজি আর তুমি
শেষ বয়সে বেরিয়ে যাবে তেল
পরের মাথায় ভাঙবা কত বেল?
জল গিলো না অমন ডুবে ডুবে
লাগবে দেখো নিজের পায়ে ফাল
কুমির আনার জন্য কাটো খাল?
বন্ধ করো ভেলকিবাজির খেল
টানতে হবে রাঙা জেলের ঘানি
অঝর ধারায় ঝরবে চোখে পানি।
বাবা তোমার সারা গায়েই জুত
ধান্দা করে নিচ্ছো লোকের টাকা
তুমি নাকি মাল বাগানোয় পাকা!
-আহাদ আলী মোল্লা।