আলমডাঙ্গা ব্যুরো: ‘কাঁদো বাঙালি কাঁদো মৃত্যুহীন যে বীর প্রথমে গেয়েছে জয় বাংলার গান, তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ এ স্লোগানকে সামনে রেখে জাতীয় শোকদিবস পালন উপলক্ষে আলমডাঙ্গা ডিগ্রি কলেজ ছাত্রলীগের উদ্যোগে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গতকাল রোববার আলমডাঙ্গা ডিগ্রি কলেজের অনার্স হলরুমে অনুষ্ঠিত আলোচনাসভায় ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক ছাত্রলীগ সভাপতি আল ইমরান শুভ, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আশিক ইকবাল স্বপন, সাধারণ সম্পাদক তানিম হাসান তারেক, সদর থানা ছাত্রলীগ সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক সুমন রেজা, পৌর ছাত্রলীগ সভাপতি জাবিদুল ইসলাম জাবিদ, জেলা ছাত্রলীগের যুগ্মসম্পাদক শফি উদ্দিন টিটু ও জেলা ছাত্রলীগের সহসভাপতি সাইফুল ইসলাম। উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক ফিরোজ জোয়ার্দ্দার, প্রচার সম্পাদক আব্দুর রহমান, ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক হিমেল, কলেজ ছাত্রলীগ নেতা খালিদ মাহমুদ, জিম, শিমুল, সোহেল তানভির, রানা, মোমিন, ফয়সাল, কলিন, জুয়েল, আলিফনুর, ইসরাইল, অয়ন জোয়ার্দ্দার প্রান্ত, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইকা, উপজেলা ছাত্রলীগের যুগ্মসম্পাদক তামিম, প্রচার সম্পাদক জাইদুল, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি হাসিবুল, পৌর ছাত্রলীগের সম্পাদক তমাল। কলেজ ছাত্রলীগের সম্পাদক সেলিম রেজা তপনের উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন কলেজ ছাত্রলীগের প্রচার সম্পাদক পিন্টু, বাদশা, সহসভাপতি সোহাগ, ইছানুর কবীর, যুগ্মসম্পাদক কাফি, হাসান, কলেজ ছাত্রলীগ নেতা সোহাগ, রনি, বাবু, কাব্য, রোমেল, মুকুট, মানা, সাইকা, তমাল, রুবেল, তারেক, অন্তু, হাসান, কিবরিয়া, রকি, শরিফ, শিপন, সবুজ, শুভ, হাসানুর, দিগন্ত, হাসান, উসমান, সুমন, সজীব প্রমুখ। আলোচনাসভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি অনিক জোয়ার্দ্দার বলেন, জাতীয় শোকদিবস মানেই জাতি শোকাহত। এই শোকাহত মাসে আমরা ছাত্রলীগ জাতির পিতার হত্যাকারীদের বিচারের আওতায় নিয়ে আসার চেষ্টা চালাচ্ছি। সবাইকে ছাত্রলীগের পতাকাতলে এসে হত্যাকারীদের বিচারের জন্য আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে। দেশের বিরাজমান পরিস্থিতিতে ছাত্রলীগের রাজনীতিতে কিছু নামধারী ছাত্রশিবির-ছাত্রদলের কর্মীরা ছাত্রলীগে প্রবেশ করে সন্ত্রাসী কর্মকাণ্ড করার চেষ্টা করছে। ওই নামধারীদের ছাত্রলীগ থেকে বিতাড়িত করে সবাইকে সজাগ থেকে চুয়াডাঙ্গার কিংবদন্তী নেতা জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপির হাতকে শক্তিশালী করতে হবে।