মালয়েশিয়ায় আন্দোলনের ডাক মাহাথিরের

মাথাভাঙ্গা মনিটর: অর্থ কেলেঙ্কারির কারণে সমালোচনায় জর্জরিত মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী নাজিব রাজাকের পতন ঘটাতে জনতার শক্তির আন্দোলনের ডাক দিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। গতকাল রোববার মালয়েশিয়ায় সরকারবিরোধী বিক্ষোভের দ্বিতীয় দিনে বিক্ষোভে যোগ দেন তিনি। দুর্নীতির অভিযোগে নাজিব রাজাকের পদত্যাগের দাবিতে এদিনও হাজার হাজার বিক্ষোভকারী রাজধানীতে বিক্ষোভ করেছে। জুলাইয়ে নাজিবের একটি অ্যাকাউন্টে রহস্যজনকভাবে ৬০ কোটি ডলার হস্তান্তরের খবর প্রকাশ পেলে দেশটিতে রাজনৈতিক সঙ্কট দেখা দেয়। হাজার হাজার বিক্ষোভকারী শনিবার রাজধানীর কেন্দ্রস্থলে জমায়েত হয়ে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু করে। গতকাল রোববার মাহাথির আন্দোলনকারীদের উদ্দেশে বলেন, জনগণকে তাদের পুরনো পন্থায় ফিরে যেতে হলে তাদের একমাত্র পথ হচ্ছে এ প্রধানমন্ত্রীকে সরানো এবং তাকে সরাতে জনগণকে তাদের ক্ষমতা দেখাতে হবে। জনগণ এ ধরনের দুর্নীতিবাজ নেতাকে চায় না। এদিন বিকেলে প্রায় ২৫ হাজার মানুষ কুয়ালালামপুরের রাস্তায় নেমে মিছিল করে। ৯০ বছর বয়সী মাহাথির মিছিলের নেতৃত্ব দেন। মালয়েশিয়ার বর্তমান ক্ষমতাসীন দল ইউনাইটেড মালয়াস ন্যাশনাল অর্গানাইজেশনের (ইউএমএনও) নেতা মাহাথির সবচেয়ে দীর্ঘ সময় দেশটির প্রধানমন্ত্রী ছিলেন (১৯৮১ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত)। তার আমলেই শক্তিশালী অর্থনীতির দেশে পরিণত হয় মালয়েশিয়া। মাহাথিরের সরকারবিরোধী আন্দোলনে সমর্থন দেয়ার প্রতিক্রিয়ায় ইউএমএনও’র ভাইস প্রেসিডেন্ট হিশামুদ্দিন হুসাইন বলেন, গতকাল রোববার অপ্রত্যাশিতভাবে সরকারবিরোধীদের মিছিলে নেতৃত্ব দিয়ে মাহাথির সীমা অতিক্রম করেছেন। দলটির অন্য এক নেতা বলেন, ১০ অক্টোবর প্রধানমন্ত্রীর সমর্থনে রেড শার্ট ৱ্যালিতে  প্রায় ১০ লাখ মানুষের অংশ নেয়ার কথা রয়েছে। ওই মিছিল সরকারবিরোধীদের দু দিনের এ আন্দোলনকে বেগবান করবে।