মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে সড়ক দুর্ঘটনায় শহিদুল ইসলাম (২৪) নামে একজন নিহত হয়েছেন। শিশুসহ আহত হয়েছেন আরও তিনজন। গতকাল সোমবার সকাল ১০টার দিকে মহেশপুর বাসস্ট্যান্ডে মাইক্রোবাস-মিশুকের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে। নিহত মহিদুল মহেশপুর উপজেলার খোর্দ্দ খালিশপুর গ্রামের তবিবুর রহমানের ছেলে।
এলাকাবাসী জানায়, সকালে মহিদুল খালিশপুর বাজার থেকে মিশুকযোগে কলেজে যাওয়ার পথে শহরের বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই কলেজছাত্র মহিদুল নিহত হন। আহত হন মিশুকের যাত্রী আরও তিন যাত্রী। আহতরা হলো- শাহিদা (৪০), আম্বিয়া (২০) ও লিমা (৪)। তাদের মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মহেশপুর থানার ওসি আকরাম হোসেন জানান, মিশুকটি বেপরোয়া গতিতে চালানোর ফলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মহেশপুর থানায় একটি মামলা হয়েছে। নিহত মহিদুল ওরফে শহিদুল মহেশপুর সরকারি ডিগ্রি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র বলে জানিয়েছে তার নিকটাত্মীয় স্বজন।