ভ্রাম্যমাণ/কার্পাসডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ি পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার রশীদুল হাসান। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি বাৎসরিক এ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তাকে গার্ড অব অনার প্রদান করেন কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই জিয়াউল হক।
এ সময় তিনি অফিসের কাগজপত্রাদিসহ পুলিশ আঙিনা পরিদর্শন করেন। তিনি কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির সদস্যদের কাজের প্রশংসা করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সব সময় তৎপর থাকার নির্দেশ দেন। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান।