মাথাভাঙ্গা মনিটর: কানাডার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তেলসমৃদ্ধ ক্যালগেরি সিগনাল হিল নির্বাচনী এলাকায় এনডিপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন নেওয়াজ খালিছ আহমেদ। গত বুধবার এনডিপি তাকে প্রার্থী হিসাবে আনুষ্ঠানিক ঘোষণা দেয়। তিনি এবারের জাতীয় নির্বাচনে মনোনয়ন পাওয়া একমাত্র বাংলাদেশি প্রার্থী আর নির্বাচনে বিজয়ী হলে তিনিই হবেন কানাডার প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত ফেডারেল এমপি। স্কুল-কলেজে আহমেদের পরিচিতি ছিলো অন্তর্মুখি পড়ুয়া হিসেবে আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন বন্ধুরা ভাবতো ক্যারিয়ারিস্ট। অন্তর্মুখি পড়ুয়া তমাল নামের তরুণটিই বিদেশ বিভূঁইয়ে এসে হয়ে উঠেছেন রাজনীতিবিদ। তাও আবার কানাডার মূলধারার রাজনীতিতে। কানাডার জাতীয় সংসদ নির্বাচনের মোস্ট ফেভারিট দলের মনোনয়নও পেলেন তিনি। মাগুরার মোহাম্মদপুরের আরএইচকেএইচ ইন্সটিটিউশনের সাবেক শিক্ষার্থী নেওয়াজ খালিছ পড়াশোনা করেছেন রাজবাড়ী কলেজে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ভূতত্বে স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে পিএইচডি করতে নরওয়ে যান। সেখানে আরেক দফা এমএ ডিগ্রি নিয়ে চলে আসেন কানাডার ক্যালগেরিতে। সেখানে তেল কোম্পানিতে ভূতত্ববিদ হিসেবে ক্যারিয়ার গড়ে তুলেন। পরে তিনি মূলধারার রাজনীতিতে জড়িয়ে পড়েন।