মেহেরপুর আমঝুপিতে মালয়েশিয়া প্রবাসীর মৃত্যু

 

সাদ আহাম্মেদ: নিজের বসতভিটা বিক্রি করে দেড় বছর আগে মালয়েশিয়ায় সোনার হরিণ খুঁজতে গিয়ে অবশেষে লাশ হলো আমঝুপির গোলাম হোসেন (৫৫)। মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের হাটপাড়ার মৃত মিনু শেখের ছেলে গোলাম হোসেন দেড় বছর আগে সরকারের লটারির মাধ্যমে বসতভিটে বিক্রি করে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে ১শ কিলোমিটার দূরে একটি কৃষিখামারে শ্রমিক হিসেবে যোগ দেন। সেখানে তার বেতন-ভাতা ভালো না হওয়ায় পালিয়ে এসে কেলাং শহরে একটি ফার্নিচারের দোকানে কাজে লাগেন। এ দোকানেই কাজ করে কোনোমতে দিনাতিপাত করে আসছিলেন। কিছু ধার-দেনা শোধ হলেও ধারের টাকা অনেকেই পাবেন। গত ২৮ আগস্ট হঠাৎ তার পরিবারের কাছে খবর আসে গোলাম হোসেন মালয়েশিয়ার কেলাং শহরে তার কর্মস্থলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সহকর্মীরা সাথে সাথে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করেন। এ খবরে তার পরিবারসহ আমঝুপির হাটপাড়ায় এলে শোকের ছায়া নেমে আসে। লাশ আগামীকাল সোমবার দেশে এসে পৌছুবে বলে তার পরিবারসূত্রে জানা গেছে। উল্লেখ্য, গোলাম হোসেন ৪ ছেলে ও ১ মেয়ে সন্তানের জনক ছিলেন।

Leave a comment