চুয়াডাঙ্গা দামুড়হুদার ইব্রাহিমপুর ফাঁড়ি পুলিশের মাদকবিরোধী অভিযান
স্টাফ রিপোর্টার: ৪ বস্তা ফেনসিডিল উদ্ধার করেছে ইব্রাহিমপুর ফাঁড়ি পুলিশ। গতরাত ৮টার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের ভালাইপুর মোড়ের অদূরবর্তী স্থান থেকে ট্রাকে থাকা ৪ বস্তা ফেনসিডিল উদ্ধার করা হলেও ট্রাক চালকসহ পাচারকারীদের তেমন কাউকে ধরতে পারেনি পুলিশ।
৪ বস্তায় ঠিক কতো বোতল ফেনসিডিল আছে তা নিশ্চিত করে জানা সম্ভব হয়নি। পুলিশ বলেছে, এখনও গোনা হয়নি। তবে অভিযান চালানোর সময় প্রত্যক্ষদর্শীদের অনেকেই মন্তব্য করতে গিয়ে বলেছেন, ৪ বস্তায় কমপক্ষে ৪ হাজার বোতল ফেনসিডিল আছে বলে অনুমান করা হচ্ছে।
পুলিশের একাধিকসূত্র বলেছে, ট্রাকটি (ঢাকা মেট্রো ট ১৪- ২৩৫৩) চুয়াডাঙ্গা দামুড়হুদার মদনা পারকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে দর্শনা অভিমুখে রওনা হয়। দামুড়হুদা অতিক্রমের সময় পুলিশের দৃষ্টিগোচর হয়। পরে গোপন তথ্যের ভিত্তিতে ভালাইপুর মোড়ের অদূরবর্তী স্থানে ট্রাকটি আটক করে পুলিশ।