চুয়াডাঙ্গার শাহপুরে বিষক্রিয়ায় কৃষক অসুস্থ

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার শাহপুর গ্রামে ক্ষেতে বিষ দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন কৃষক মামুন। গতকাল বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা সদরের শাহপুর গ্রামের কবির আলীর ছেলে মামুন মিয়া (২৮) ক্ষেতে বিষ দিতে গিয়ে বিষক্রিয়ায় আক্রান্ত হন। গতকাল সকালে গ্রামের মাঠে নিজ ধানক্ষেতে বিষ প্রয়োগের সময় অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক জানান, মামুন বিষ দেয়ার সময় সতর্কতা অবলম্বন না করায় বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন।

Leave a comment