মুজিবনগরে সরকারি অনুমতি ছাড়া লক্ষাধিক টাকার ৩টি গাছ ১৫ হাজার টাকায় বিক্রি

মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি হেলেপড়া গাছ বিক্রির নামে এসএমসি সভাপতি কুতুবউদ্দিন সরকারি অনুমতি ছাড়া প্রতিষ্ঠানটির লক্ষাধিক টাকার ৩টি গাছ ১৫ হাজার টাকায় তার এক নিকট আত্মীয়ের নিকট বিক্রি করে দিয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

বিদ্যালয় এসএমসির সদস্য নার্গিস খাতুন জানান, বিদ্যালয়ের গাছ কাটার বিষয়ে তার জানা নেই। এসএমসির সভায় কোনো গাছ কাটার সিদ্ধান্ত নেয়া হয়নি। অপর সদস্য নাসিরউদ্দিন বলেন- কমিটির সিদ্ধান্ত নিয়ে ১৫ হাজার টাকায় ওই তিনটি গাছ বিক্রি করার সিদ্ধান্ত হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারা বেগম জানান, সেভ দি চিলড্রেনের সাহায্য পেতে ৫ হাজার টাকা কন্টিবিট করতে হবে জেনে একটি হেলেপাড়া গাছ কাটার সিদ্ধান্ত হয়। কিন্তু সভাপতি কুতুবউদ্দিন কাউকে কিছু না বলে একটি ইপিল-ইপিল, একটি শিশু ও একটি নিম গাছ তার নিকটজনের কাছে বিক্রি করেন। তিনি এ ব্যাপারে মুজিবনগর থানায় একটি জিডি এন্টি করেছেন।

মুজিবনগর উপজেলা শিক্ষা অফিসার অফিলউদ্দিন জানান, সরকারি গাছ কাটার সিদ্ধান্ত কেউ দিতে পারেন না। আমি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করে জানতে পারি কোন মিটিং কিংবা সরকারি অনুমতি ছাড়া ওই গাছ কাটা হচ্ছে। আমি এর বিরোধীতা করে প্রধান শিক্ষককে থানায় জানাতে ও মামলা করার নির্দেশ দিয়েছি।

এদিকে সভাপতি কুতুবউদ্দিন বলেন- সরকারি সিদ্ধান্ত ছাড়া গাছ কাটা যায়না এটা তিনি বুঝতে পারেননি। তিনি বিষয়টি বুঝতে পেরে গাছ কাটা বন্ধ করে দিয়েছেন। এ বিষয়ে তিনি থানায় কেস না করতে ও পত্রিকায় না লেখার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।

এদিকে মুজিবনগর থানা পুলিশের ওসি কাজী আব্দুস ছালেক জানান, খবর পেয়ে পুলিশ পরিদর্শনের জন্য পাঠানো হয় এবং সরকারি গাছ কাটা বন্ধ করে দেয়া হয়েছ।