মেহেরপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় কৃষক আহত

 

মেহেরপুর অফিস মেহেরপুরের মোকাম থেকে কাঁচা ঝাল বিক্রি করে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় আহত হয়েছেন মো. সাঈদ হোসেন (৪০) নামের এক কৃষক। মেহেরপুর জেনারেল হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে তাকে ঢাকা পুঙ্গ-হাসপাতালে রেফার করা হয়েছে। গতকাল শুক্রবার মেহেরপুর শহরের ওয়াপদা মোড় এলাকায় ওই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্র্শীরা জানান, মেহেরপুর বড় বাজার এলাকা থেকে কাঁচাঝাল বিক্রি করে ৭-৮ জনের সাথে আলগামনযোগে বাড়ি ফিরছিলেন মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের খোকসা গ্রামের মল্লিকপাড়ার মৃত আব্দুল ওহাবের ছেলে মো. সাঈদ। আগলামনটি ওয়াপদা মোড়ে দাঁড়ালে মেহেরপুরগামী কুষ্টিয়ার একটি পরিবহন তাকে ধাক্কা দেয়। এতে তার পা ভেঙে যায়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে গতরাত ৮টার দিকে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালের উদ্দেশে পাঠানো হয়েছে।

Leave a comment