মেহেরপুরের গাংনীতে গাঁজাচাষির কারাদণ্ড

গাংনী প্রতিনিধি: নিজ বাড়িতে গাঁজাচাষ করার অপরাধে আলী হোসেন (৪২) নামের এক গাঁজাচাষিকে এক বছর কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেরপুর গাংনীর সহকারী কমিশনার (ভূমি) রাহাত মান্নান এ দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডিত আলী হোসেন গাংনী উপজেলার ছাতিয়ান হাওড়া পাড়ার মাহাজেল আলীর ছেলে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম হোসেন জানান, আলী হোসেন তার বাড়ির আঙিনায় গাঁজাচাষ করতো। গোপন সংবাদের ভিত্তিতে এসআই কার্তিক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৪টি গাঁজা গাছসহ তাকে গ্রেফতার করেন। গতকাল সকালে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে দোষী সাব্যস্ত করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে গতকালই তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

Leave a comment