মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুর মুজিবনগর উপজেলার কোমরপুরে সাইদুল ইসলাম (১৮) নামের এক যুবককে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। গতকাল সোমবার বিকেল ৫টার দিকে কোমরপুর বাজারে এ ঘটনা ঘটে। তাকে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কোমরপুর গ্রামের মিয়ারুল ইসলামের ছেলে সাইদুল ইসলাম মহাজনপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।
জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে কোমরপুর গ্রামের সাইফুল ইসলাম ও কদম আলী গতকাল বিকেলে সাইদুলকে পিটিয়ে জখম করে। এদের নামে গতকালই মুজিবনগর থানায় অভিযোগ দায়ের করেছেন সাইদুল।