শ্রীকোল বোয়ারিয়া-মাখালডাঙ্গা সড়কটি দেলোয়ার হোসেন সড়ক করার প্রস্তাব
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর উপজেলা আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ঠাণ্ডুর স্মরণে গতকাল শুক্রবার এক শোক সভার আয়োজন করা হয়। সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান নান্নু।
সদর উপজেলা আওয়ামী লীগের প্রচার-প্রকাশনা সম্পাদক আরশাদ উদ্দীন চন্দনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত শোকসভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ফেরদৌসওয়ারা সুন্না, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক শাহাদত হোসেন, শঙ্করচন্দ্র ইউনিয়ন সহসভাপতি আব্দুর রাজ্জাক। পরিচালনায় ছিলেন কৃষকলীগ সভাপতি বিল্লাল হোসেন।
শোক সভায় বক্তারা বলেন, দেলোয়ার হোসেন ঠাণ্ডু ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের নিবেদিত সৈনিক। তিনি এলাকার উন্নয়নে যেমন ছিলেন নিবেদিত প্রাণ, তেমনই বাংলাদেশ আওয়ামী লীগকে সুসংগঠতি করতে নিরলস পরিশ্রমী। বক্তব্য দিতে গিয়ে আরশাদ উদ্দীন চন্দন বলেন, শ্রীকোল, বোয়ালিয়া-মাখালডাঙ্গা সড়কটি বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন ঠাণ্ডুর নামে নামকরণ করা হবে।