চুয়াডাঙ্গা জেলা লেখক সংঘের সাহিত্য আসর প্রতিধ্বনি ও নজরুল স্মরণসভা গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়। সাবেক চেয়ারম্যান আহাম্মদ আলীর সভাপতিত্বে অতিথি ছিলেন কার্পাসডাঙ্গা সাহিত্য সংসদের সভাপতি রবিউল হোসেন সুকলাল। স্বরচিত লেখা পাঠ করেন মিজানুর রহমান, রব্বেল হোসেন মালিতা, অশোক দত্ত, ডা. কামরুজ্জামান, মোশারফ হোসেন, বিপু চৌধুরী, ফারুক হোসেন, ময়নুল হাসান, ইদ্রিস মণ্ডল, ড. এমএ রশিদ, শামীমা আখতার, সামসাদ রানু, হাফিজুর রহমান কাজল, আনছার আলী, ইয়াছিন আলী, খোকন আলী প্রমুখ। জাতীয় কবির ওপর আলোচনা করেন ড. এমএ রশিদ। অনুষ্ঠানে জাতীয় কবির জীবন ও কর্ম নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংঘের সাধারণ সম্পাদক কবি ময়নুল হাসান। প্রেসবিজ্ঞপ্তি।