চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের কানাপুকুর গোরস্তানের নিকট আবারও ছিনতাই

আলুকদিয়ি প্রতিনিধি: চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের আলুকদিয়া কানাপুকুর গোরস্তানের নিকট আবারও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাতে একদল ছিনতাইকারী তাণ্ডব শুরু করে।

জানা গেছে, গত বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে আলুকদিয়া চুলকানিপাড়ার নূর ইসলামের ছেলে ইব্রাহিম আলুকদিয়া বাজার থেকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীদের কবলে পড়েন। তারা তার কাছে থাকা সাড়ে ৮শ টাকা ও মোবাইলফোন ছিনিয়ে নেয়। এছাড়া ইব্রাহিম জানান, আরো অনেকেই ছিনতাইকারীদের কবলে পড়লেও তাদের চিনি না। গত কয়েকদিনে একই স্থানে তিন বার ছিনতাইয়ের ঘটনায় এলাকায় প্রশ্ন ওঠে পুলিশের ভূমিকা নিয়ে। আলুকদিয়া বাজার গোকুলখালী ফাঁড়ির আওতাভুক্ত হলেও একদিনও টহল দেয়া চোখে পড়ে না। গোকুলখালী পুলিশ ফাঁড়ির এলাকার মধ্যে সবচেয়ে ঝুকিপূর্ণ স্থান আলুকদিয়া কানাপুকুর সংলগ্ন স্থানটি। এই ঝুকিপূর্ণ স্থানে পুলিশের টহল জোরদার করার জন্য পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করছে এলাকাবাসী।

Leave a comment