জানুয়ারি থেকে মুক্তিযোদ্ধা ভাতা ১০ হাজার টাকা

স্টাফ রিপোর্টার: আগামী জানুয়ারি থেকে মুক্তিযোদ্ধারা ১০ হাজার টাকা ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। গতকাল শুক্রবার বিকেলে নবাবগঞ্জে জাতীয় শোকদিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আলোচনা সভায় খালেদা জিয়ার সমালোচনা করে বলেন, বিএনপি-জামায়াত বিগত সময়ে আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে হত্যা করেছে। বঙ্গবন্ধু হত্যার বিচারের মতো এদেরও বিচারের আওতায় আনা হবে।

Leave a comment