মাথাভাঙ্গা মনিটর: গত বৃহস্পতিবার উসাইন বোল্টের জন্য ছিলো গৌরবের দিন। কেননা, চীনের বেইজিংয়ে ২০০ মিটার দৌড়ে জয় পেয়েছেন জ্যামাইকার এ অ্যাথলেট। নিজের জয় উদযাপনকালে চীনের এক ক্যামেরাম্যানের সাথে ধাক্কা লেগে ট্রাকে পড়ে যান তিনি। গত সাত বছর ধরে কোনো উসাইনের কেউ পতন ঘটাতে না পারলেও পেরেছেন চীনের ওই ক্যামেরাম্যান। বিশ্বের দ্রুততম মানবকে ট্র্যাকে পতন ঘটিয়েছেন তিনি। বোল্টকে একটি চলন্ত ট্রলি নিয়ে অনুসরণ করছিলেন এক ক্যামেরাম্যান। হঠাৎ পাশের রেলিংয়ে ধাক্কা লেগে ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি। ওই ট্রলি গিয়ে ধাক্কা মারে বোল্টকেও। এতে দু জনই মাটিতে পড়ে যান। অবশ্য মারাত্মক কোনো দুর্ঘটনা ঘটেনি। পড়ে যাওয়ার সাথে সাথে নিজেকে সামলে নেন বোল্ট। পরবর্তীতে তিনি সাংবাদিকদের বলেন, আমি ঠিক আছি। সামান্য একটু কেটেছে। গত পরশু ফাইনালে ১৯ দশমিক ৫৫ সেকেন্ডে ২০০ মিটার দৌড় শেষ করেছেন বোল্ট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গ্যাটলিনের সময় লাগে ১৯ দশমিক ৭৪ সেকেন্ড।
জয়ের পরই বোল্টের পতন!
