বৃষ্টিতে স্বস্তি বিপদে পড়া ভারতের

মাথাভাঙ্গা মনিটর: শ্রীলঙ্কা ও ভারতের মধ্যে তৃতীয় ও শেষ টেস্টের প্রথম দিনের বেশিরভাগ সময়ের খেলা বৃষ্টিতে ভেসে গেছে। কলম্বোর সিংহলজি স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে শুক্রবার শুরু হওয়া এ টেস্টের প্রথম দিনে টস হেরে ব্যাটিঙে নামা ভারতের ইনিংসে শুরুতেই জোড়া আঘাত হানে শ্রীলঙ্কা। প্রথম ওভারে লোকেশ রাহুলকে (২) বোল্ড করে প্যাভিলিয়নে ফেরান পেসার ধাম্মিকা প্রসাদ। আর চতুর্থ ওভারে নুয়ান প্রদিপের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন অজিঙ্কা রাহানে। ১৪ রানে দু উইকেট হারিয়ে বিপদে পড়া দলকে পথে ফেরাতে এরপর দেখে-বুঝে খেলতে থাকেন বিরাট কোহলি ও চেতেশ্বর পূজারা। কিন্তু ১৫ ওভার শেষে বৃষ্টি নামলে খেলা বন্ধ হয়ে যায়। তখন ভারতের স্কোর ছিলো ২ উইকেটে ৫০।
                পরে বৃষ্টি বন্ধ হলেও মাঠ ভেজা থাকায় দিনের খেলা আর শুরু হয়নি। পূজারা ১৯ ও কোহলি ১৪ রান নিয়ে উইকেটে আছেন।

Leave a comment