স্টাফ রিপোর্টার: রাস্ট্রদূত এবারে রাশভারী কাজকর্ম ছেড়ে হয়ে গেলেন পুরোদস্তুর ক্রিকেটার। ব্যাটিং করলেন, বোলিং করলেন। এবার শুনুন কে তিনি। মার্সিয়া বার্নিকাট, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাস্ট্রদূত। গতকাল শুক্রবার সকালে উন্নয়ন সংস্থা ইমেগো ডিজিটাল, ফিজিক্যালি-চ্যালেঞ্জড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ) ও মার্কিন দূতাবাসের যৌথ উদ্যোগে শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে অনুষ্ঠিত হয় ছয় ওভারের এক প্রীতি ম্যাচ। বিসিবি একাডেমি মাঠে আয়োজিত এ ম্যাচটি উদ্বোধন করতে গিয়েই বার্নিকাট ক্রিকেটার বনে যান।
ম্যাচ শেষে কথা বললেন প্রতিবন্ধীদের অধিকার নিয়ে। মার্কিন রাষ্ট্রদূত আহ্বান জানালেন, সব পেশায় প্রতিবন্ধীদের সমান সুযোগ দেয়ার। এ সময় উপস্থিত ছিলেন বিসিবির বোর্ড পরিচালক আহমদ সাজ্জাদুল আলম ববি ও মিডিয়া ব্যক্তিত্ব আবদুর নূর তুষার। ছিলেন বিসিবির মিডিয়া এবং কমিউনিকেশন কমিটির প্রধান জালাল ইউনুস ও বিবিসি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।