মেহেরপুরে জেএসসি ও জেডিসি পরীক্ষার প্রস্তুতিসভা অনুষ্ঠিত

 

মেহেরপুর অফিস: মেহেরপুরে জেএসসি ও জেডিসি পরীক্ষার প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা প্রশাসক মাহমুদ হোসেন। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেন, সিভিল সার্জন ডা. আবদুস শহীদ, সহকারী পুলিশ সুপার আব্দুল জলিল, সদর উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানা, গাংনী উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার মো. মোকতার হোসেন, এনডিসি হুমায়ুন কবীর, সহকারী কমিশনার ইশরাত সাদমিন, শাবরিনা শারমিন, শাহিনা শবনম, জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিক-উল আলম, জেলা শিক্ষা অফিসার নিখিল রঞ্জন চক্রবর্তী, মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোজাম্মেল হক, মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজি আনিসুজ্জামান, আমঝুপি আলিম মাদরাসার অধ্যক্ষ মাহবুব-উল আলম প্রমুখ।