মেহেরপুর অফিস: মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা প্রফেসর আব্দুল মান্নান গতকাল সোমবার মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের চাঁদবিল গ্রামের টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্তদের দেখতে যান। এ সময় তিনি তাদের সাথে কথা বলেন। তিনি তাদের সহয়োগিতার আশ্বাস দেন। এ সময় তিনি বলেন- বর্তমান সরকার জনগণের সরকার। এ সরকার ক্ষতিগ্রস্তদের পাশে আছে। আপনারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সরকার তাদের সহযোগিতা দেবে। একই দিন বিকেলে তিনি মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের বারাদী বাজার এলাকায় পথসভায় বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আবুল কাশেম, আবু সালেহ, খোকন, ইউপি সদস্য সিরাজুল ইসলাম, নজরুল ইসলাম, ক্ষুদিরাম হালদার, সাবেক ছাত্রলীগ নেতা ডালিম খান, শ্রমিকলীগ নেতা সাজু প্রমুখ।