মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার জেহালা ইউনিয়নের মুন্সিগঞ্জ সোনাতনপুর গ্রামের বৈদ্যুতিক পোল থেকে ঘরের ওপর বিদ্যুতের লাইন নিয়ে বিপত্তি ঘটেছে। টিনের ঘরের ওপরের বৈদ্যুতিক তারে ছিদ্র হয়ে ঘরের টিন বিদ্যুতায়িত হয়ে পড়ে। দুপুরে ঘরে উঠতে গিয়ে টিনে হাত দেয়ার সাথে সাথে বিদ্যুত স্পৃষ্ট হন মহিমা খাতুন। তাকে বাঁচাতে গিয়ে পুত্রবধূ ও নাতি ছেলে আহত হলেও ঘটনাস্থলে বৃদ্ধা মহিমার মৃত্যু হয়।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে আলমডাঙ্গা মুন্সিগঞ্জের সোনাতনপুর গ্রামের মৃত নূর ইসলামের স্ত্রী মহিমা খাতুন (৬৫) দুপুরের গোসল সেরে নিজ ঘরে উঠতে যান। এ সময় ঘরের ওপর দিয়ে বৈদ্যুতিক তারের ছিদ্র থেকে বিদ্যুতায়িত হওয়া টিনে হাত দিলে বিদ্যুত স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান তিনি। পাশে থাকা বৃদ্ধার ছেলে আক্কাচের স্ত্রী সাজেদা (৩৫) ও তার ছেলে সাইফুল (৭) তাকে বাঁচাতে গিয়ে আহত হয়। বিকেল ৫টার দিকে লাশের জানাজা শেষে গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হয়েছে।