স্টাফ রিপোর্টার: এক দিনে চাকরির চারটি পরীক্ষার তারিখ পড়ায় বিপাকে পড়েছেন অসংখ্য চাকরিপ্রার্থী। এ নিয়ে গণমাধ্যমের প্রতিবেদন সত্ত্বেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি।
আজ শুক্রবার ১৭টি জেলায় সরকারি প্রাইমারি স্কুলে প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিন বেসরকারি স্কুল নিবন্ধন পরীক্ষা রয়েছে। এছাড়া সমবায় অধিদফতরের সহকারী পরিদর্শক পদে নিয়োগ পরীক্ষা এবং বাংলাদেশ কৃষি ব্যাংকের সিনিয়র অফিসার পদের জন্য প্রিলিমিনারি পরীক্ষাও একই দিনে। আজ শুক্রবার বিকেল ৩টা থেকে ৪টা ২০ মিনিট পর্যন্ত ১৭ জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা হবে। এতে অংশ নেবেন এক লাখ ৫০ হাজার ৭৬৫ জন। একই দিনে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শিক্ষক নিবন্ধনের স্কুল পর্যায়ের পরীক্ষার সূচি রয়েছে। কৃষি ব্যাংকের পরীক্ষা হবে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত। সময় সূচিতে দেখা যায় দুটি পরীক্ষার সূচি একই সময়ে এবং আরেকটি বিকেলে।
পরীক্ষার্থীরা আরো জানান, সকালে অংশ নিয়ে বিকেলে অন্য পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ নেই পরীক্ষার কেন্দ্র ভিন্ন জেলায় হওয়ায়। অনেক পরীক্ষার্থী একাধিক পরীক্ষার জন্য আবেদন করেও অংশ নিতে পারবেন না একই দিন পরীক্ষার তারিখ পড়ায়। নিবন্ধন পরীক্ষায় প্রিলিমিনারি টেস্টে উত্তীর্ণরা অনেকেই কৃষি ব্যাংকের সিনিয়র অফিসার পদে আবেদন করে বেশি বিপাকে পড়েছেন। একদিনে একাধিক পরীক্ষা হওয়ায় দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন অনেক পরীক্ষার্থী। গুণতে হচ্ছে আর্থিক ক্ষতিও। তাদের অনুরোধ ছিলো- পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হোক। তবে কর্তৃপক্ষ অনড় থাকায় একদিনে চারটি পরীক্ষাই অনুষ্ঠিত হতে যাচ্ছে।