চুয়াডাঙ্গায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় আজ

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শিক্ষার জন্য ‘সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১৪’র লিখিত পরীক্ষা আজ শুক্রবার বিকেল তিনটায় অনুষ্ঠিত হবে। সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের জন্য লিখিত পরীক্ষার উত্তরপত্র ও অন্যান্য গোপনীয় কাগজপত্র কেন্দ্রসমূহে নিরাপদে পরিবহনের জন্য প্রয়োজনীয় সংখ্যক পুলিশ মোতায়েন করতে লিখিতভাবে পুলিশ সুপারকে অনুরোধ জানিয়েছেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. আবু সাঈদ।

চুয়াডাঙ্গায় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ১২টি কেন্দ্রে ৮ হাজার ১১৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা রয়েছে। কেন্দ্রের রোল রেঞ্জ বন্টন করা হয়েছে। চুয়াডাঙ্গা সরকারি কলেজে ১০ হাজার ১ থেকে ১১ হাজার ৫০০ রোল (১৫০০), আদর্শ সরকারি মহিলা কলেজে ১১ হাজার ৫০১ থেকে ১২ হাজার ৩০০ রোল (৮০০), ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ে ১২ হাজার ৩০১ থেকে ১৩ হাজার ৩০০ রোল (১০০০), সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ১৩ হাজার ৩০১ থেকে চৌদ্দ হাজার ২০০ রোল (৯০০), ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ১৪ হাজার ২০১ থেকে ১৪ হাজার ৯০০ ( ৭০০), আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে ১৪ হাজার ৯০১ থেকে ১৫ হাজার ৩০০ রোল (৪০০), রাহেলা খাতুন গার্লস একাডেমিতে ১৫ হাজার ৩০১ থেকে ১৫ হাজার ৭০০ রোল (৪০০), আদর্শ উচ্চ বিদ্যালয়ে ১৫ হাজার ৭০১ থেকে ১৬ হাজার ১০০ রোল (৪০০), এমএ বারী মাধ্যমিক বিদ্যালয়ে ১৬ হাজার ১০১ থেকে ১৬ হাজার ৭০০ রোল (৬০০), সীমান্ত মাধ্যমিক বিদ্যালয়ে ১৬ হাজার ৭০১ থেকে ১৭ হাজার ৩০০ রোল ( ৬০০), পৌর ডিগ্রি কলেজে ১৭ হাজার ৩০১ থেকে ১৭ হাজার ৯০০ রোল ( ৬০০) এবং ফাজিল মাদরাসায় ১৭ হাজার ৯০১ থেকে ১৮ হাজার ১১৫ রোল পর্যন্ত ( ২১৫) পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। লিখিত পরীক্ষা বিকেল ৩টায় শুরু হয়ে চলবে বিকেল ৪টা ২০ মিনিট পর্যন্ত।

উল্লেখ্য, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ ২০১৪ এর লিখিত পরীক্ষা আজ শুক্রবার অনুষ্ঠিত হবে। ১৭ টি  জেলায় এই লিখিত পরীক্ষা দুপুর ৩টা থেকে বিকাল ৪টা ২০ মিনিট পর্যন্ত চলবে। পরীক্ষা ডিজিটাল পদ্ধতিতে প্রণীত প্রশ্নপত্র অনুযায়ী অনুষ্ঠিত হবে। সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে পরীক্ষার কার্যক্রম মনিটরিং করার জন্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দায়িত্ব প্রদান করা হয়েছে। জেলাগুলো হল,  জয়পুরহাট, চুয়াডাঙ্গা, মাগুরা, বাগেরহাট,  শেরপুর, গাজীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, লক্ষ্মীপুর, কক্সবাজার, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, ভোলা ও পঞ্চগড়। ইতিমধ্যে বৈধ সকল প্রার্থীগণকে পরীক্ষা সংক্রান্ত তথ্য মোবাইলের মাধ্যমে প্রেরণ করা হয়েছে। এছাড়া অনলাইনের মাধ্যমে http://dpe.teletalk.com.bd প্রবেশপত্র ডাউনলোডের ব্যবস্থা করা হয়। ওএমআর শীট পূরণের নির্দেশনাবলী এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য ওয়েবসাইট www.dpe.gov.bd এ পাওয়া যাবে। অন্যান্য  জেলাসমূহের পরীক্ষা পর্যায়ক্রমে পরবর্তীতে অনুষ্ঠিত হবে। এসকল জেলাসমূহের পরীক্ষার তারিখ, সময় ও যাবতীয় তথ্য পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।

Leave a comment