কুষ্টিয়ার খোকসায় নসিমন উল্টে অধ্যক্ষ মাহবুবুল আলম নিহত

 

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসায় নসিমন উল্টে পাংশার কলিমহর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মাহবুবুল আলম (৫০) নিহত হয়েছেন। পাংশার কলিমহর থেকে তিনি নসিমনযোগে নিজ গ্রামে ফেরার পথে গত বুধবার রাত সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে খোকসা উপজেলার মালিগ্রাম এলাকায় নসিমন উল্টে এ দুর্ঘটনা ঘটে।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী দাউদ হোসেন জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহত অধ্যক্ষ মাহবুবুল আলমকে প্রথমে খোকসা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ও পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় নসিমন আরোহীর আরো দু যাত্রী আহত হয়েছে। নিহত অধ্যক্ষ মাহবুবুল আলমের বাড়ি কুষ্টিয়ার খোকসা উপজেলার চকহরিপুর গ্রামে।

Leave a comment