মাথাভাঙ্গা মনিটর: নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে দক্ষিণ আফ্রিকা। ফলে নিউজিল্যান্ডকে সরিয়ে ৱ্যাকিঙের তৃতীয় স্থানে উঠে এসেছে প্রোটিয়ারা। আর নিউজিল্যান্ড নেমে গেছে চতুর্থ স্থানে। ওয়ানডে সিরিজ শুরুর আগে তৃতীয় স্থানে ছিলো গত বিশ্বকাপের রানারআপ নিউজিল্যান্ড। কিন্তু ২-১ ব্যবধানে সিরিজ হেরে যাওয়ায় চতুর্থ স্থানে নেমে যেতে হয়েছে ব্ল্যাক ক্যাপসদের। আর চতুর্থ স্থানে থেকে সিরিজ শুরু করা দক্ষিণ আফ্রিকা উঠে এসেছে তৃতীয় স্থানে। প্রোটিয়াদের বর্তমান রেটিং ১১০, নিউজিল্যান্ডের ১০৯। যথারীতি ৱ্যাকিঙের শীর্ষস্থান ধরে রেখেছে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। ৯৬ রেটিং নিয়ে সপ্তমস্থানে রয়েছে বাংলাদেশ।
বিশ্ব ওয়ানডে র্যাংকিং : ৱ্যাংকি দেশ পয়েন্ট রেটিং
১. অস্ট্রেলিয়া ৪৮৯৯ ১২৯, ২. ভারত ৫৮৭৫-১১৫,
৩. দক্ষিণ আফ্রিকা ৫৭৩৯-১১০, ৪. নিউজিল্যান্ড ৫২৫০-১০৯, ৫. শ্রীলঙ্কা ৬২০৪-১০৩, ৬ ইংল্যান্ড ৪৫৯২-৯৮, ৭. বাংলাদেশ ৩২৫৩-৯৬, ৮. পাকিস্তান ৪৪৮৭-৯০, ৯. ওয়েস্ট ইন্ডিজ ৩০৯৪-৮৮, ১০. আয়ারল্যান্ড ৫৪৯-৫০, ১১. জিম্বাবুয়ে ১৬২৪-৪৫, ১২. আফগানিস্তান ৬১৮-৪১।