মাথাভাঙ্গা মনিটর: ভারতের দক্ষিণাঞ্চলে ইঁদুরের আক্রমণে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ১০ দিনের এক নবজাতকের মৃত্যু হয়েছে। নবজাতকের মা গতকাল বৃহস্পতিবার এ অভিযোগ করেন। ভারতের অন্ধ্র প্রদেশের গুন্টুর জেলায় গত বুধবার এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। নবজাতকটি মূত্রথলির সমস্যার কারণে ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলো। এ ঘটনায় হাসপাতালটির ৩ জন স্বাস্থ্য-কর্মকর্তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। নিহত নবজাতকের মা চাভালি লক্ষ্মী অভিযোগ করেন, নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিটে শিশুটির কয়েকটি আঙুল ইঁদুরে কেটেছে বলে তিনি হাসপাতাল স্টাফদের এ ব্যাপারে সতর্ক করেছিলেন। চাভালি লক্ষ্মী সাংবাদিকদের বলেন, আমাদের শিশুটির একটি সার্জারি হওয়ার কথা ছিলো, কিন্তু বুধবার আমরা তার ডান হাতে জখম দেখতে পাই। ইঁদুর তার আঙুলগুলো খেয়ে ফেলেছে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইড় বলেন, তিনি হাসপাতালের ৩ জন কর্মকর্তাকে বহিষ্কার করেছেন এবং ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছেন।