স্টাফ রিপোর্টার: নির্বিচারে দলীয় নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে সিরাজগঞ্জ জেলা বিএনপি আজ মঙ্গলবার ভোর ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত সিরাজগঞ্জে হরতালের ডাক দিয়েছে। গতকাল সোমবার সকালে বিরোধীদলীয় চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য জেলা বিএনপির সভাপতি সাবেক বিদ্যুত প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু হরতাল ঘোষণা করেন। তিনি জানান, রোববার রাতে পুলিশ নির্বিচারে বিএনপি নেতাকর্মীদের বাড়িতে তল্লাশির নামে তছনছ, ভাঙচুর করেছে। পুলিশ অনেক বাড়ি থেকে ঈদে আসা আত্মীয়-স্বজনদেরও আটক করে থানায় নিয়ে যায়। বিরোধীদলের ওপর দমন, নিপীরণ ও নির্যাতনের প্রতিবাদে মঙ্গলবার সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত হরতাল পালন করার জন্য তিনি সিরাজগঞ্জবাসীর কাছে আহ্বান জানান। তিনি অবিলম্বে গ্রেফতারদের নিঃশর্ত মুক্তির দাবি করেন। গতপরশু রোববার সন্ধ্যায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে একটি বিক্ষোভ মিছিল বের করলে পুলিশের সাথে সংঘর্ষ হয়। এ সময় পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়। এ সংঘর্ষের পর পুলিশ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫০ জন বিএনপি নেতাকর্মীকে আটক করেছে।