স্টাফ রিপোর্টার: ভারতীয় টিভি চ্যানেল স্টার জলসার সিরিয়াল ‘কিরণমালা’ দেখতে না পেরে সঞ্চিতা সাহা (২০) নামে অনার্স পড়ুয়া এক ছাত্রী আত্মহত্যা করেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে তার লাশ উদ্ধার করা হয়। সঞ্চিতা নীলফামারীর ডোমার উপজেলার বোড়াবাড়ির চিত্তরঞ্জন সাহার মেয়ে ও নীলফামারী সরকারি কলেজের অনার্স শ্রেণির ছাত্রী।
জানা যায়, গত বুধবার রাতে ‘কিরণমালা’ সিরিয়াল দেখা নিয়ে সঞ্চিতা ও তার ছোট বোন মল্লিকার (১১) ঝগড়া হয়। সঞ্চিতা ‘কিরণমালা’ দেখতে না পেয়ে রাগ করে নিজ ঘরের ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। সারারাত ও সকাল পার হয়ে দুপুর হলেও সঞ্চিতা ঘরের দরজা খোলেনি। অনেক ডাকাডাকির পর সাড়া না পাওয়ায় বাড়ির লোকজন ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ঘরের আড়ার সাথে সঞ্চিতার ঝুলন্ত লাশ দেখতে পায়।