সরকার নিরাপদ সড়ক দিবস পালন করতে দিচ্ছে না

 

স্টাফ রিপোর্টার: জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গৃহীত কর্মসূচি সরকারের কারণে পালন করতে পারছেন না বলে অভিযোগ করছেন নিরাপদ সড়ক চাই এর চেয়ারম্যান অভিনেতা ইলিয়াস কাঞ্চন। গতকাল সোমবার দুপুর ১২টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নিরাপদ সড়ক চাই আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
ইলিয়াস কাঞ্চন বলেন, বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলেও সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ থাকলেও আমরা আমাদের কর্মসূচি পালন করতে পেরেছি এবং ওই সরকার আমাদের সহযোগিতা করেছিলো। কিন্তু বর্তমান সরকার নিজেদের গণতান্ত্রিক সরকার দাবি করলেও আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালনে অনুমতি দিচ্ছে না। তিনি বলেন, সড়ককে নিরাপদ করি এ স্লোগানকে সামনে রেখে ২২ অক্টোবর বেলা ১১টায় সংগঠনের কাকরাইল কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রেসক্লাব পর্যন্ত বর্ণাঢ্য ৱ্যালি এবং মানববন্ধন করার কথা ছিলো। এ জন্য আমরা অনুমতি চেয়েছিলাম। কিন্তু আমাদের অনুমনি দেয়া হয়নি।