দামুড়হুদার মাথাভাঙ্গা ও ভৈরব নদী থেকে অবৈধ বাঁধ অপসারণ

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে মাথাভাঙ্গা ও ভৈরব নদী থেকে অবৈধ বাঁধ অপসারণ করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে উপজেলার বাস্তুপুরস্থ মাথাভাঙ্গা নদী থেকে একটি অবৈধ বাঁধ অপসারণ করা হয়। এরপর পর্যায়ক্রমে সুবলপুর, কাঞ্চনতলা ও দলিয়ারপুর ভৈরব নদী থেকে ৩টি অবৈধ বাঁধ অপসারণ করা হয়। সেই সাথে নদীতে অবৈধ বাঁধ দেয়ার অপরাধে সুবলপুরের অজিত হালদারের ছেলে রতন হালদারের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ আইনে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক হাজার টাকা জরিমানা করা হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। উপজেলা মৎস্য কর্মকর্তা সমীর কুমার সরকার, সহকারী মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী ও উপজেলা নির্বাহী অফিসারের নাজির জহির উদ্দিন মোহাম্মদ বাবু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কাজে সহযোগিতা করেন।

Leave a comment