টিপ্পনী

 

খবর: (১১ মাদকব্যবসায়ীর উৎপাতে জীবননগর বেনীপুর গ্রামবাসী অতিষ্ঠ)

 

একটা সাহেব কোলকে টানেন

আরেক সাহেব গাঁজা,

অন্য সাহেব ফেন্সি খেয়ে

হলেন মোটা-তাজা।

 

কেউ বসে খায় মদের গেলাস

কেউ বসে খায় তাড়ি,

কেউ করে খুব টানাটানি

চোলাই মদের হাড়ি।

 

হেরোইনের চুরুট ফোঁকেন

নামজাদা সব লোক,

ওপরে বেশ শাদা পোশাক

তলায় নেশার ঝোঁক।

 

-আহাদ আলী মোল্লা