ঝিনাইদহের কালীগঞ্জে মাদকসেবনের দায়ে যুবকের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত

 

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে মাদকসেবনের দায়ে এক যুবকের ১ বছর ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। কালীগঞ্জ থানার এসআই আশরাফুল ইসলাম জানান, গতকাল বুধবার বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিমতলা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে কালীগঞ্জ কলেজপাড়ার সিরাজুলের ছেলে সবুজ হোসেনকে (২৩) ৫ পুরিয়া গাঁজাসহ গ্রেফতার করা হয়। এ সময় উপজেলা সহকারী ভূমি কমিশনার নির্বাহী ম্যাজিট্রেট শাহনাজ পারভীন তাকে মাদকসেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ বছর ৬ মাসের কারাদণ্ড প্রদান করে জেলহাজতে প্রেরণ করেন।

Leave a comment