ট্রেনে ২০ হাজার সিসি ক্যামেরা বসাচ্ছে ভারত

 

মাথাভাঙ্গা মনিটর: চলন্ত ট্রেনে নজরদারি ও নিরাপত্তা বাড়াতে ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে ভারত। ৭০০ কোটি টাকা ব্যয়ে ২০ হাজার ট্রেন কামরায় সিসি ক্যামেরা বসানো হবে। দিল্লিতে চলন্ত বাসে মেডিকেল শিক্ষার্থী ধর্ষণ ও হত্যার ঘটনার পর গঠিত ‘নির্ভয়া তহবিল’ থেকে এ অথের্র যোগান দেয়া হবে। নারী ও শিশুদের নিরাপত্তা ও উন্নয়নে এ ফান্ডে দু হাজার কোটি রুপি বরাদ্দ দিয়েছে দেশটির নারী ও শিশু মন্ত্রণালয়।

রেলওয়ে মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ে সম্প্রতি বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বৈঠকে নতুন রেললাইন স্থাপন, রেল ওভারব্রিজ ও আন্ডারপাস নির্মাণ এবং যাত্রীদের সুযোগ-সুবিধা ও নিরাপত্তা বৃদ্ধি সংক্রান্ত কাজে গতি বৃদ্ধি করা নিয়েও আলোচনা হয়। নারী ও পুরুষ উভয়ের জন্য নির্ধারিত কম্পার্টমেন্টেই সিসি ক্যামেরা স্থাপন করা হবে বলে। চেন্নাইয়ের কিছু ট্রেনে এরই মধ্যে ক্যামেরা লাগানোর কাজ শুরু হয়েছে।

Leave a comment