স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা শহরতলী দৌলাতদিয়াড় দক্ষিণপাড়ার সেলিমের (২৮) ট্রেনে কাটা খণ্ডবিখণ্ড লাশ উদ্ধার করেছে জিআরপি। গতকাল বুধবার সকালে চুয়াডাঙ্গার মোমিনপুর স্টেশনের দক্ষিণ প্রান্তের রেললাইনের মাঝে খণ্ড খণ্ড লাশ দেখে জিআরপিকে খবর দেয়া হয়। সকাল ৯টার দিকে মৃতদেহ উদ্ধার করা হয়। পকেটে থাকা ঠিকানা পেয়ে তার বাড়িতে খবর দেয় পুলিশ।
সেলিম দৌলাতদিয়াড় দক্ষিণপাড়ার মৃত রবজেল আলীর ছেলে। তার পরিবারের সদস্যরা বলেছেন, গতপরশু মঙ্গলবার সে বাড়ি থেকে বের হয়। তার রয়েছে এক মেয়ে। কয়েক মাস আগে তার স্ত্রী তাকে ত্যাগ করে পিতার বাড়ি ফিরলে সেলিম মানসিকভাবে ভেঙে পড়ে। মাঝে মাঝে বাড়ি থেকে বের হয়ে নিরুদ্দেশ হতো। গতপরশু বাড়ি থেকে বের হওয়ার পর গতকাল উদ্ধার হয় তার ট্রেনে কাটা মৃতদেহ।
মৃতদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালমর্গে নিয়ে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। বিকেলে দৌলাতদিয়াড় দক্ষিণপাড়া কবরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হয়েছে। ট্রেনে কেটে আত্মহত্যা করেছে নাকি আড়ালে অন্য কোনো ঘটনা লুকিয়ে আছে তা নিশ্চিত করে জানা সম্ভব হয়নি।