চুয়াডাঙ্গার পদ্মবিলা ইউনিয়নে একের পর এক পড়ানো হচ্ছে বাল্যবিয়ে

 

পদ্মবিলা প্রতিনিধ: চুয়াডাঙ্গা জেলা সদরের পদ্মবিলা ইউনিয়নে সরকারি নিয়মনীতি তোয়াক্কা না করে একের পর এক বাল্যবিয়ে পড়ানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের সুবদিয়া ঈদগাপাড়া জামে মসজিদের ইমাম খোরশেদ আলমের বিরুদ্ধে বাল্যবিয়ে পড়ানোর অভিযোগ উঠেছে। একই সাথে গোপালনগর জামে মসজিদের ইমামের বিরুদ্ধেও উঠেছে অভিযোগ। গত সোমবার রাতে পদ্মবিলা ইউনিয়নের সুবদিয়া ও গোপালনগর গ্রামে দুটি বাল্যবিয়ে পড়ানো হয়েছে। সুবদিয়া ঈদগাপাড়ার শুকুর আলীর নাতনি লাবণী খাতুন ডিঙ্গেদহ দাখিল মাদরাসার নবম শ্রেণির ছাত্রীর বিয়ে পড়িয়েছেন খোরশেদ আলম। গোপালনগর গ্রামের মনোয়ার হোসেন মনার মেয়ে নুরুন্নাহার খাতুন সপ্তম শ্রেণির ছাত্রীর বিয়ে পড়িয়েছেন গোপালনগর মসজিদের ইমাম। এলাকাবাসী বলেছে, ইউপি সদস্যদের যোগসাজশে এসব বিয়ে পড়ানো হচ্ছে। বিষয়টির প্রতি চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপ কামনা করেছে ইউনিয়নবাসী।

Leave a comment