স্টাফ রিপোর্টার: আগামী ৩১ আগস্টের মধ্যে জেলায় বাস চলাচলকারী সড়কে অবৈধযান বন্ধ না হলে ১ সেপ্টেম্বর থেকে চুয়াডাঙ্গায় দূরপাল্লার কোচসহ সব ধরনের যানবাহন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে জেলা পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। নসিন, করিমন, আলমসাধু, থ্রিহুইলার, ইজিবাইক, মোটরচালিত ভ্যান চলাচল বন্ধের বিষয়ে গতকাল জেলা পুলিশের সাথে মতবিনিময়ের পর তারা এ সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে ২৫ আগস্টের মধ্যে অবৈধ যান চলাচল বন্ধের জন্য সময় বেঁধে দিয়েছিলেন তারা। এবার দ্বিতীয়বারের মতো আল্টিমেটাম দেয়া হলো পুলিশ প্রশাসনকে।
চুয়াডাঙ্গা জেলা পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কেএম মঈন উদ্দীন মুক্তা জানান, জেলা পুলিশ সুপারের সম্মেলনকক্ষে গতকাল মঙ্গলবার সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার রশীদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অবৈধ যান বন্ধে আল্টিমেটাম নিয়ে কথা হয়। পুলিশ তিন দিন সময় চায়। তবে বাস শ্রমিকরা আগামী ৩১ আগস্ট পর্যন্ত সময় দিয়েছেন। এর মধ্যে অবৈধ যানবাহন বন্ধ না হলে ১ সেপ্টেম্বর থেকে চুয়াডাঙ্গায় অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু হবে। বৈঠকে অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন, সহকারী পুলিশ সুপার ছুফিউল্লাহসহ মালিক গ্রুপ ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আলী রেজা সজল, সালাউদ্দীন আহমেদ, আব্দুল হালিম, মিয়া মো. সোহেল রঞ্জু, ওসমান আলী, বদর উদ্দীন, রিপন মণ্ডল প্রমুখ।