দুটি নামফলক থেকে স্বাধীনতাবিরোধীর নাম বাদ দেয়ার নির্দেশ

 

স্টাফ রিপোর্টার: খুলনা মহানগরীর একটি সড়ক এবং কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের নামফলক থেকে দুজন স্বাধীনতাবিরোধী ব্যক্তির নাম বাদ দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সাথে খুলনা মহানগরীর সড়ক থেকে খান-এ-সবুরের নাম মুছে ফেলে সেটিকে ‘যশোর রোড’ নামকরণ করতে সংশ্লিষ্ট সিটি করপোরেশনের মেয়রকে নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের হলের নাম থেকে শাহ আজিজুর রহমানের নাম বাদ দিতে বিশ্ববিদ্যালয়ের ভিসিকে বলা হয়েছে। এক সম্পূরক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের ডিভিশন বেঞ্চ গতকাল মঙ্গলবার এ আদেশ দেন।

স্বাধীনতাবিরোধীদের নামে স্থাপনা, সড়ক, অবকাঠামোর নামকরণ স্থগিত চেয়ে ২০১২ সালে হাইকোর্টে রিট দায়ের করেন ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন এবং লেখক ও সাংবাদিক শাহরিয়ার কবীর। ওই বছরের ১৪ মে খান-এ সবুর ও শাহ আজিজুর রহমানের নাম ব্যবহারের ওপর স্থগিতাদেশ দেন আদালত। পাশাপাশি রুলও জারি করা হয়। সেই সাথে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধীতাকারীদের নামে থাকা সড়ক, স্থাপনা ও অবকাঠামোর নাম পরিবর্তনের নির্দেশ কেন দেয়া হবে না, পরিবর্তনের পর মুক্তিযোদ্ধাদের নামে সেগুলোর নামকরণ কেন করা হবে না এবং যারা ওই নামকরণের জন্য দায়ী, তাদের কেন বিচারের আওতায় আনা হবে না- তা জানতে চেয়ে রুলও জারি করা হয়। আদালতের ওই নির্দেশনা অনুসরণ করা হচ্ছে না জানিয়ে রোববার বিভিন্ন স্থাপনা থেকে স্বাধীনতাবিরোধীদের নাম প্রত্যাহারের এ আবেদন করা হয়। আদালতে আবেদনকারীগণের পক্ষে ব্যারিস্টার একে রাশেদুল হক ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস শুনানি করেন। পরে হাইকোর্ট ওই দুটি নাম প্রত্যাহারের আদেশ দেন।

Leave a comment