আলমডাঙ্গা ব্যুরো: গত ১৮ অক্টোবর মাননীয় প্রধান মন্ত্রীর ভাষণকে স্বাগত জানিয়ে আলমডাঙ্গা ডিগ্রি কলেছ ছাত্রলীগ আনন্দ মিছিল ও সমাবেশ করেছে। কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হকের সভাপতিত্বে ওই সমাবেশ করেছে। প্রধান অতিথি ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি সালমুন আহমেদ ডন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ছাত্রলীগের সধারণ সম্পাদক আলাল আহমেদ। কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পিন্টুর উপস্থাপনায় বক্তব্য রাখেন জেলা যুবলীগের সদস্য সাহাবুদ্দিন, পৌর ছাত্রলীগের সভাপতি নয়ন সরকার, সাংগঠনিক সম্পাদক কাজী চন্দন, অর্থবিষয়ক সম্পাদক মুন্না, প্রচার সম্পাদক বাদশা, দিগন্ত, অপু, মিলন, শোভন, আশা, শাকিল, শান্ত, রকিব প্রমুখ। সভাপতির ভাষণে বলেন- বাংলাদেশের সৃষ্টিলগ্ন থেকে জাতির জনক বঙ্গবন্ধুশেখ মুজিবুর রহমান বাংলাদেশকে একটি স্বাধীন দেশ গড়ার চেষ্টা করেছিলেন। বর্তমানে তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা একটি ক্ষুধামুক্ত ডিজিটাল বাংলাদেল গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। তার এ প্রচেষ্টা বিনষ্ট করার জন্য আগামী ২৫ তারিখে বিএনপিসহ সকল রাজনৈতিক দল বিভিন্ন প্রতিহিংসা মূলক কর্মসূচি দিয়েছে। তিনি তা প্রতিহত করার জন্য ছাত্রলীগকে প্রস্তুত থাকার আহবান করেন।