বঙ্গবন্ধু ও আইভি রহমান স্মরণে মেহেরপুরে শোকসভা

 

মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা জাতীয় মহিলা সংস্থার আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদতবার্ষিকী এবং ২১ আগস্ট হামলায় নিহত আইভি রহমান স্মরণে পৃথক আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গতকাল সোমবার দুপুরে জেলা মহিলা সংস্থার কার্যালয়ে সংস্থার চেয়ারম্যান শামীম আরা হীরার সভাপতিত্বে আলোচনা ও দোয়া মাহফিলে সংস্থার প্রশিক্ষক রোকসানা খাতুন, নাসরিনা নাজনীন, তাজবীন নাহার, লিলিফা খাতুন, সমন্বয়কারী হাফিজুর রহমান ও স্থানীয় মহিলা আওয়ামী লীগ নেত্রী সামিউন বশিরা পলি, লতিফুন নেছা লতা, নার্গিস আরা, নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত আইভি রহমানের স্মরণে একই দিন বিকেলে মেহেরপুর জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে জেলা পরিষদ হলরুমে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক লাভলী ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মিয়াজান আলী। বিশেষ অতিথি ছিলেন সদর থানা আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুল, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান ও জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজন উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন মহিলা আওয়ামী লীগের নেত্রী রেহেনা মান্নান, মিলিয়ারা খাতুন, সামছুন নাহার ঝুনু প্রমুখ। মেহেরপুর কোর্ট মসজিদের ইমাম আলহাজ আনসার উদ্দিন বেলালী অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন।

Leave a comment