দামুড়হুদার হেমাতপুরে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

 

তৌহিদ তুহিন: দামুড়হুদার মুক্তারপুর নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে লাশ হয়ে ফিরলো হেমাতপুর গ্রামের স্কুলছাত্রী সুমাইয়া (১১)। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে পুকুরে পড়ে তার মৃত্যু হয়। তিন দিন আগে সে তার নানাবাড়ি বেড়াতে যায়।

জানা গেছে, দামুড়হুদার মুক্তারপুর গ্রামের মাঝপাড়ার কামালউদ্দীনের পুকুরে পড়ে তার মৃত্যু হয়েছে। কিন্তু কীভাবে পড়ে যায় পুকুরে এমন তথ্য সঠিকভাবে দিতে পারেননি কেউ। এদিকে সুমাইয়া মৃত্যুর খবর শুনে নিজ গ্রাম দামুড়হুদার হেমাতপুর নেমে আসে শোকের ছায়া। সে দামুড়হুদার হেমাতপুর গ্রামের আতিকুর রহমান আক্কেলের দু মেয়ে মধ্যে বড় মেয়ে সুমাইয়া। সুমাইয়া হেমাতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। তাকে বিকেলে হেমাতপুর কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়।

Leave a comment