চুয়াডাঙ্গার মর্তুজাপুরে বিয়ের এক মাসের মাথায় স্কুলছাত্রীর আত্মহত্যা

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার মর্তুজাপুর গ্রামে বাল্যবিয়ের এক মাসের মাথায় স্কুলছাত্র প্রিয়া খাতুন আত্মহত্যা করেছে। বিষ পানে গতকাল সোমবার সকালে সে মারা যায়। ওই গ্রামের গোলাম রসুলের মেয়ে প্রিয়া খাতুন মাসখানেক আগে বিয়ে হয়। পারিবারিক কলহের কারণে কয়েক দিন আগে প্রিয়া বিষ পান করে।

এলাকাসূত্রে জানা যায়, সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের মর্তুজাপুর গ্রামের গোলাম রসুলের মেয়ে স্থানীয় আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী। গত রমজান মাসে মন দেয়া-নেয়া করে আলমডাঙ্গা তিয়রবিলা গ্রামে তার দুলাভাইয়ের ছোট ভাইয়ের সাথে সে বিয়ে করে। কিন্তু এ বিয়ে মেনে নেয় না তার পরিবার। তাকে কৌশলে বাড়িতে ফিরিয়ে আনা হয়। এরই মধ্যে দিন ৯ আগে প্রিয় বিষপান করে। তাকে ডাক্তারের কাছে নেয়া হলেও নিরবচ্ছিন্নভাবে চিকিৎসা দেয়া হয় না। অবশেষে গতকাল সোমবার সকাল ৯টার দিকে সে মারা যায়। প্রিয়াকে সঠিকভাবে চিকিৎসা না করানোর কারণে সে মারা গেছে বলে অনেকেই অভিযোগ করেছে।

Leave a comment