স্টাফ রিপোর্টার: মাগুরায় তিনটি পিস্তল, ছয়টি ম্যাগজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ দুজনকে আটক করা হয়েছে। এরা হলেন- যশোরের শার্শা উপজেলার কুলপালি গ্রামের আলমগীর ও একই জেলার বকচরের কুদ্দুস। সোমবার সন্ধ্যায় মাগুরা-যশোর সড়কের শালিখার কৃষনাপুর এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে পুলিশ এসব অস্ত্র-ম্যাগজিন-গুলিসহ এদের আটক করে।