গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার করমদী গ্রামে চোরাচালানীদের ধাওয়া করে একটি ওয়ান শুটারগান ও এক কেজি ৭শ গ্রাম গাঁজা উদ্ধার করেছে র্যাব। গতরাত দেড়টার দিকে র্যাবের টহল দলের ধাওয়ায় চোরাচালনীরা অস্ত্র ও গাঁজা ফেলে পালিয়ে যায়। গতকাল শনিবার সকাল দশটার দিকে র্যাব-৬ গাংনী ক্যাম্পে এক প্রেসবিফ্রিঙে এ তথ্য জানায় র্যাব।
র্যাব-৬ গাংনী ক্যাম্পসূত্রে জানা যায়, ক্যাম্প কমান্ডার এএসপি উৎপল কুমার রায়ের নেতৃত্বে র্যাবের একটি টহল দল করমদী গ্রামের সড়কে নিয়মিত টহলের অংশ হিসেবে অবস্থান করছিলো। এ সময় ওই গ্রামের বহুলপাড়ার সড়কের ওপরে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি দেখতে পান র্যাব সদস্যরা। তাদেরকে চ্যালেঞ্জ করলে তারা একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গাঁজা উদ্ধার করা হয়। তবে এ ঘটনার সাথে জড়িত কেউ গ্রেফতার কিংবা শনাক্ত হয়নি। গাংনী থানায় একটি সাধারণ ডায়েরি করে (জিডি) অস্ত্র ও গাঁজা জমা দেয়া হয়েছে।