মাথাভাঙ্গা মনিটর: অ্যাঞ্জেলো ম্যাথিউসের প্রতিরোধ ভেঙে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে লিড নিয়েছে ভারত। পরে দ্বিতীয় ইনিংসে মুরালি বিজয় ও অজিঙ্কা রাহানের দৃঢ়তায় কুমার সাঙ্গাকারার বিদায়ী টেস্টে স্বাগতিকদের বড় লক্ষ্য দেয়ার পথে রয়েছে বিরাট কোহলির দল। তৃতীয় দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের সংগ্রহ ১ উইকেটে ৭০ রান। বিজয় ৩৯ ও রাহানে ২৮ রানে ব্যাট করছেন। অবিচ্ছিন্ন দ্বিতীয় উইকেটে ৬৭ রানের জুটি গড়েন তারা। প্রথম ইনিংসে শতক করা লোকেশ রাহুল ভালো করতে পারেননি এবার। ২ রান করে ধাম্মিকা প্রসাদের বলে বোল্ড হয়ে যান তিনি। প্রথম ইনিংসে ৮৭ রানের লিড নেয়া ভারত এগিয়ে রয়েছে ১৫৭ রানে। কলোম্বর পি সারা ওভালে শনিবার ৩ উইকেটে ১৪০ রান নিয়ে খেলা শুরু করে শ্রীলঙ্কা। ১৬৬ রান যোগ করতেই শেষ সাত উইকেট হারায় তারা। শেষ পর্যন্ত ৩০৬ রানে গুটিয়ে যায় স্বাগতিকদের ইনিংস। আগের দিনের অবিচ্ছিন্ন ২৬ রানের জুটিকে এদিন ১২৭ পর্যন্ত এগিয়ে নেন ম্যাথিউস-লাহিরু থিরিমান্নে। তৃতীয় দিন আরও ১০১ রান যোগ করার পর ইশান্ত শর্মার বলে সহঅধিনায়ক থিরিমান্নে (৬২) ঋদ্ধিমান সাহার গ্লাভসবন্দি হলে ভাঙে ৪১.১ ওভার স্থায়ী জুটিটি। ম্যাথিউস-থিরিমান্নের প্রতিরোধ ভাঙার পর নিয়মিত বিরতিতে উইকেট হারায় শ্রীলঙ্কা। প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে দারুণ এক শতক করা দিনেশ চান্দিমাল ফিরে যান ১১ রান করে। তবে বিদায় নেয়ার আগে টেস্ট ক্যারিয়ারে নিজের ষষ্ঠ শতক তুলে নেন ম্যাথিউস। ১৬৭ বলে তার ১০২ রানের ইনিংসটি ১২টি চারে সাজানো। স্টুয়ার্ট বিনি শ্রীলঙ্কার অধিনায়ককে বিদায় করার পর বাকি কাজটুকু সহজেই সারেন অমিত মিশ্র ও রবিচন্দ্রন অশ্বিন। অফ স্পিনার অশ্বিন ফেরান রঙ্গনা হেরাথকে। আর লেগ স্পিনার মিশ্র বিদায় করেন জিহান মুবারক, ধাম্মিকা প্রসাদ ও থারিন্দু কৌশলকে। অধিনায়ক হিসেবে পঞ্চম শতক পাওয়া ম্যাথিউসের বিদায়ের পর মাত্র ২২ রান যোগ করতেই শেষ ৪ উইকেট হারায় শ্রীলঙ্কা। ৪৩ রানে ৪ উইকেট নিয়ে ভারতের সেরা বোলার মিশ্র। এর আগে প্রথম ইনিংসে ৩৯৩ রান করে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকা ভারত।