গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী ফুটবলমাঠে বিবাহিত একাদশ ও অবিবাহিত একাদশের মধ্যে এক প্রীতি ফুটবল খেলা গতকাল অনুষ্ঠিত হয়েছে। খেলায় বিবাহিত একাদশ ৩-২ গোলের ব্যবধানে অবিবাহিত একাদশকে পরাজিত করে।
গাংনী পৌরসভার ৮নং ওয়ার্ডের আয়োজিত প্রীতি মাচের বিবাহিত একাদশের অধিনায়কের দায়িত্ব পালন করেন ৮নং ওয়ার্ড কাউন্সিলর ও ইমারত নিমার্ণ শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম ও সহঅধিনায়কের দায়িত্বে ছিলেন ইউনুস হোসেন। অপরদিকে অবিবাহিত একাদশের অধিনায়কের দায়িত্ব পালন করেন মিলন হোসেন। বিজয়ী দলের অধিনায়ক সাইদুল ইসলাম ২টি গোল করে সেরা খেলোয়াড় নিবার্চিত হন।