মেহেরপুর অফিস: বংলাদেশ শিশু একাডেমীর কেন্দ্রীয় কার্যালয় স্থানান্তর না করার দাবিতে মেহেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে মেহেরপুর শহরের কোর্ট সড়কে মিশন প্রাথমিক বিদ্যলয়ের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শিশু ও অভিভাবক ফোরাম আয়োজিত মানববন্ধনে সচেতন অভিভাবক ও তাদের শিশুরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে নেতৃত্ব দেন শিশু ও অভিভাবক ফোরামের সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক আহাদ মিয়া। মানববন্ধনে শিশুরা তাদের প্রাণের প্রতিষ্ঠান বংলাদেশ শিশু একাডেমীর কেন্দ্রীয় কার্যালয় স্থানান্তর না করার দাবি সংবলিত পোস্টার প্রদর্শন করে।